Home / কোম্পানি সংবাদ / আগামী ৪ বছর স্টক ডিভিডেন্ড দিতে পারবে না ই-জেনারেশন

আগামী ৪ বছর স্টক ডিভিডেন্ড দিতে পারবে না ই-জেনারেশন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত হওয়া ইজেনারেশন আগামী চার বছর স্টক (বোনাস লভ্যাংশ) ডিভিডেন্ড দিতে পারবেনা বলে শর্ত আরোপ ক‌রে‌ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিনিয়োগকারীদের স্বার্থের কথা বি‌বেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

তথ্য মতে, বিনিয়োগকারীরা যাতে ক্যাশ ডিভিডেন্ড পেতে পারে সে বিষ‌য়টির ওপর গুরুত্ব দি‌য়ে‌ছে বিএসইসি। সেদিক বিবেচনা করে কোম্পা‌নি‌টিকে এ শর্ত দেওয়া হ‌য়ে‌ছে। এরই ধারাবা‌হিকতায় চল‌তি বছরের ৫ জানুয়া‌রি বারাকা প‌তেঙ্গা পাওয়া‌রের বি‌ডিং অনু‌মোদ‌নের ক্ষে‌ত্রে ৫ বছর স্ট ডিভিডেন্ড না দেওয়ার শর্ত আরোপ ক‌রে‌ ক‌মিশন।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাংবা‌দিক‌দের ব‌লেন, ‘ইজেনারেশনকে বোনাস লভ্যাংশ দেওয়ার বিষয়ে শর্ত প্রদান করা হয়েছে।’

ত‌বে ই‌জেনা‌রেশ‌নের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মাজহারুল ইসলাম সাংবা‌দিক‌দের জানান, ‘বোনাস লভ্যাংশের বিষ‌য়ে বিএসইসির দেওয়া শর্ত কনসেন্ট লেটার না দেখে বলা যাচ্ছে না।’

প্রসঙ্গত, গত বছরের ২১ অক্টোবর বিএসইসির ৭৪৫তম নিয়মিত ক‌মিশন সভায় ইজেনারেশনের আইপিও অনুমোদন দেওয়া হয়। দেশের উভয় শেয়ারবাজারে চল‌তি বছ‌রের ২৩ ফেব্রুয়ারি থেকে কোম্পা‌নি‌টির লেনদেন শুরু হয়। বুধবার (৩ মার্চ) কোম্পা‌নি‌টির সর্ব‌শেষ লেনদেন হয়ে‌ছে ৩৫.৯০ টাকায়। ৭৫ কোটি টাকা পরিশোধ মূলধনের কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৭ কোটি ৫০ লাখ। সর্বশেষ হিসাব বছরের তথ্য অনুযায়ী- কোম্পানি‌টির উদ্যোক্তা ও পরিচালকদের হা‌তে ৩৭.৩৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হা‌তে ৩৬.৪২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হা‌তে ২৬.১৯ শতাংশ শেয়ার রয়েছে।

কোম্পানিটির চলতি হিসাব বছরের ছয় মাসে (জুলাই-ডিসেম্বর, ২০২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৮১ টাকা। আগের বছরের একই সময়ে মুনাফা হয়েছিল ১.০৮ টাকা।

এদিকে ২০২০ সা‌লের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২.৯২ টাকায়।

আইপিওর মাধ্যমে কোম্পানিটি শেয়ারবাজার থে‌কে ১৫ কোটি টাকা সংগ্রহ ক‌রে। সংগ্রহীত অর্থ দিয়ে ‌কোম্পা‌নি‌টি বাণিজ্যিক স্পেস ক্রয়, ঋণ পরিশোধ, ডিজিটাল হেলথকেয়ার প্লাটফর্ম উন্নয়ন এবং আইপিও খরচ খা‌তে ব্যয় কর‌বে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

Check Also

বিডি থাই অ্যালুমিনিয়ামের তৃতীয় প্রান্তিক প্রকাশ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *