Home / জাতীয় / ২৮ এপ্রিল পর্যন্ত কঠোর লকডাউনের প্রজ্ঞাপন জারি

২৮ এপ্রিল পর্যন্ত কঠোর লকডাউনের প্রজ্ঞাপন জারি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনের মেয়াদ ২৮ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, আন্তজাতিক বিশেষ ফ্লাইট চলাচল, ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখাসহ আগের সব বিধিনিষেধ আরোপের সময়সীমা ২১ এপ্রিল মধ্যরাত থেকে ২৮ এপ্রিল মধ্যরাত পযর্ন্ত বাড়ানো হলো।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক  লকডাউন চলছে। ২১ এপ্রিল তা শেষ হওয়ার কথা।

তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় রোববার আরও এক সপ্তাহের জন্য ‘কঠোর লকডাউনের’ সুপারিশ করে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

লকডাউনের মেয়াদ বাড়াতে সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে আন্তঃমন্ত্রণালয় সভা হয়। সেখানেও লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়।

এর আগে প্রথম দফার কঠোর লকডাউন ঘোষণা করে ১২ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। ওই সময় লকডাউনের মধ্যে পালনের জন্য যে ১৩টি নির্দেশনা দেয়া হয় সরকারের পক্ষ থেকে; নতুন মেয়াদেও সেই নির্দেশনা কার্যকর থাকবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

Check Also

বাজেটে তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে জনস্বাস্থ্য সুরক্ষায় সব ধরনের তামাকপণ্যের দাম কার্যকরভাবে বাড়ানোর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *