Home / আন্তজার্তিক / ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট প্রণব মুখার্জির বাসভবনে বাংলাদেশ দূত, প্রতিকৃতিতে শ্রদ্ধা

ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট প্রণব মুখার্জির বাসভবনে বাংলাদেশ দূত, প্রতিকৃতিতে শ্রদ্ধা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

প্রয়াত ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট প্রণব মুখার্জির বাসভবনে স্বশরীরে উপস্থিত হয়ে  মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মাদ ইমরান। চির বিদায়ের এই পর্বে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও শুভাকাক্সক্ষী প্রণব মুখার্জির স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ছিলেন বাংলার দূত। দিল্লি মিশনের সংবাদ বিজ্ঞপ্তি মতে হাই কমিশনার মোহাম্মাদ ইমরান প্রণব মুখার্জির পরিবারের সদস্যদের কাছে প্রধানমন্ত্রীর তরফে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। হাই কমিশনার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের পক্ষ থেকেও প্রণব মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ঢাকার শোকবার্তার জবাবে মুখার্জি তনয়া শর্মিষ্ঠা মুখার্জি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও  তার পরিবারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। দিল্লি বাংলাদেশ মিশন জানিয়েছে, বাংলাদশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জির প্রতি শ্রদ্ধা নিবেদনে হাই কমিশনে বুধবার শোকসভার আয়োজন করা হয়েছে। যেখানে বিশিষ্ঠ ব্যক্তিরা উপস্থিত থাকছেন। উল্লেখ্য, চলমান করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশ থেকে প্রয়াত মুখার্জির শেষকৃত্য অনুষ্ঠানে কারও অংশগ্রহণ সম্ভব হয়নি।

Check Also

এখনও পুরোপুরি সচল হয়নি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় অচল হয়ে যাওয়া দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এখনও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *