Home / কোম্পানি সংবাদ / বোর্ড সভার তারিখ জানিয়েছে ৪ প্রতিষ্ঠান

বোর্ড সভার তারিখ জানিয়েছে ৪ প্রতিষ্ঠান

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পরিচালনা পর্ষদের সভার (বোর্ড সভা) ও ট্রাস্টি কমিটির সভার তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৪ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলোর পর্ষদের সভায় সমাপ্ত প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ২ মার্চ বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে।

সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

২০১৯ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ২৮ ফেব্রুয়ারি বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে।

সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

২০১৯ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৫৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

এদিকে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ মিউচ্যুয়াল ফান্ড ট্রাস্টি কমিটির সভার তারিখ ঘোষণা করেছে। ফান্ডগুলোর ট্রাস্টি সভা আগামী ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ফান্ডগুলোর সভায় ৩১ ডিসেম্বর ২০২০, ৩০ সেপ্টেম্বর,২০২০ ও ৩০ জুন ২০২০ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।

ফান্ডগুলো হচ্ছে-

এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের তিন প্রান্তিকের ট্রাস্টি সভা ২৫ ফেব্রুয়ারি  দুপুর ২টা ৪৫ মিনিট থেকে ৩টা ২৫ মিনিট পরযন্ত অনুষ্ঠিত হবে।

এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের তিন প্রান্তিকের ট্রাস্টি সভা ২৫ ফেব্রুয়ারি দুপুর ২টা ৩৫ মিনিট থেকে ৩টা ১৫ মিনিট পরযন্ত অনুষ্ঠিত হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

Check Also

বোর্ড সভার তারিখ জানিয়েছে ২ কোম্পানি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বোর্ড সভার তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানি। ডিএসই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *