ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার অনুমতি পেল পুঁজিবাজারে তালিকাভুক্ত আমান গ্রুপের দুই কোম্পানি। কোম্পানি দুটি হচ্ছে- আমান ফিড ও আমান কটন ফাইবার্স লিমিটেড। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, গত ২৭ জানুয়ারী কোম্পানি দুটি এজিএম করতে সুপ্রিম কোর্টে পৃথক দুটি মামলা করে। আজ কোম্পানি দুটিকে এজিএম সম্পন্ন করতে আদালত অনুমতি দেয়। এখন এজিএম করার ক্ষেত্রে কোম্পানি দুটির আইনগত কোন বাধা রইল না বলে কোম্পানির এক পদস্থ কর্মকর্তা জানান।
এর আগে গত ৩০ ডিসেম্বর কোম্পানি দুটি এজিএম স্থগিতের ঘোষণা দেয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম