ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের তালিকাভুক্তির অনুমোদন পেয়ে আজ প্রথম দিন লেনদেন শুরু করেছে তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি ই-জেনারেশন লিমিটেড। আজ ২৩ ফেব্রুয়ারি দেশের উভয় স্টক এক্সচেঞ্জে ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটির লেনদেন শুরু হয় ১৫ টাকা দরে। সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, কোম্পানিটির মাত্র ২০১টি শেয়ার ২ বার হাতবদল হয়ে লেনদেন হয়।
সূত্র মতে, এদিন বেলা ১১টা পযর্ন্ত শেয়ারটির দর ৫ টাকা বা ৫০ শতাংশ বেড়েছে সর্বশেষ ১৫ টাকা লেনদেন হয়। এসময়ে কোম্পানিটি ২ বার হাত বদল হয়ে ২০১টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৩ হাজার টাকা। সর্বশেষ এ কোম্পানিটির শেয়ারে কেনার আবেদন থাকলেও কোন বিক্রেতা নেই। যে কারণে কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে রয়েছে।
উল্লেখ্য, সার্কিট ব্রেকারের নতুন নিয়ম অনুসারে লেনদেনের প্রথম দিন থেকেই সার্কিট ব্রেকার চালু রয়েছে ই-জেনারেশনের শেয়ারে। তাই লেনদেন শুরুর প্রথম দিনে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের দাম আইপিওর অফার মূল্যের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারবে। একইভাবে ৫০ শতাংশ পর্যন্ত কমতে পারবে। দ্বিতীয় দিন থেকে প্রথম দিনের সর্বশেষ দরের ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারবে। অর্থাৎ আজ ৮১ টাকায় লেনদেন শেষ করলে আগামীকাল ১২১.৫০ টাকা পর্যন্ত বাড়তে পারবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মু