Home / অর্থনীতি / ক্যা‌পিটাল মার্কেট ইন্স‌টি‌টিউটের‌ প্রেসিডেন্ট হলেন মাহমুদা আক্তার

ক্যা‌পিটাল মার্কেট ইন্স‌টি‌টিউটের‌ প্রেসিডেন্ট হলেন মাহমুদা আক্তার

ডেই‌লি শেয়ারবাজার রিপোর্ট: বাংলাদেশ  ইন্স‌টি‌টিউট অব ক্যা‌পিটাল মার্কেটের (বিআই‌সিএম) নতুন প্রে‌সিডেন্ট হিসেবে নিয়োগ  পেয়েছেন ড.মাহমুদা আক্তার।

গতকাল অনু‌ষ্ঠিত বিআইসিএমের প‌রিচালনা পর্ষদের সভায় ড. মাহমুদা আক্তারকে প্রে‌সিডেন্ট হিসেবে নিয়োগের বিষয়‌টি অনুমোদন হয়। বিআই‌সিএম সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, ড. মাহমুদা আক্তার ঢাকা বিশ্ব‌বিদ্যালয়ের ব্যবসায় অনুষদের অ্যাকাউ‌ন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্টর প্রফেস।

ডেই‌লি শেয়ারবাজার ডটকম/মাজ./‌নি

Check Also

ভারতের প্রথম পার্সেল ট্রেন বাংলাদেশে পৌঁছেছে

ডেইলী শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশের বেনাপোলে এসে পৌঁছেছে ভারতের অন্ধ্র প্রদেশ থেকে শুকনো মরিচ বহনকারী প্রথম পার্সেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *