Home / অন্যান্য / শাহেদ বোরকা পরে ভারতে পালাচ্ছিলেন: র‌্যাব

শাহেদ বোরকা পরে ভারতে পালাচ্ছিলেন: র‌্যাব

ডেইলী শেয়ারবাজার ডেস্ক:

আলোচিত ও বিতর্কিত ব্যবসায়ী মোহাম্মদ শাহেদ ওরফে শাহেদ করিম বোরকা পরে নৌকায় করে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় র‌্যাবের হাতে ধরা পড়েন।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বুধবার সকালে ঢাকার পুরাতন বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন।

মহামারির মধ্যে চিকিৎসার নামে প্রতারণা আর জালিয়াতির মামলায় এক সপ্তাহ ধরে পলাতক রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদকে দেবহাটা সীমান্তবর্তী কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর থেকে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়। বিপুল সংখ্যক সংবাদকর্মী তখন পুরাতন বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

আশিক বিল্লাহ বলেন, বোরকা পরিহিত অবস্থায় নৌকায় করে পাশের দেশে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। চেহারা পরিবর্তন করার জন্য সে তার চুলও কালো করে ফেলেছিল। শাহেদের কাছে গুলিসহ একটি ‘অবৈধ অস্ত্র’ পাওয়া গেছে জানিয়ে এই র‌্যাব কর্মকর্তা বলেন, এ বিষয়ে দেবহাটা থানায় অস্ত্র আইনে একটি মামলা হবে।

Check Also

আড়িয়াল খাঁর ভাঙনরোধে নির্মিত হচ্ছে স্থায়ী বাঁধ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মাদারীপুরের শিবচরের আড়িয়াল খাঁ নদের ভাঙন ঠেকাতে ২২২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *