Home / খেলা-ধুলা / প্যারিস ম্যারাথন বাতিল ঘোষনা

প্যারিস ম্যারাথন বাতিল ঘোষনা

ডেইলী শেয়ারবাজার ডেস্ক:

প্যারিস ম্যারাথন শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে। করোনা মাহামারির সময় এই প্রতিযোগিতার আয়োজন অসম্ভব বলে আজ বুধবার আয়োজকরা তা বাতিলের ঘোষনা দিয়েছে।

পুর্ব নির্ধারিত সুচি অনুযায়ী গত ৫ এপ্রিল ফ্রান্সের রাজধানীতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। করোনা ভাইরাসের কারণে পরবর্তীতে তা পিছিয়ে ১৫ নভেম্বর করা হয়েছিল। কিন্তু করোনার কারণে শেষ পর্যন্ত তা বাতিল ঘোষনা করা হলো। পশিাপাশি এ বছর বাতিল হওয়া অভিজাত টুর্নামেন্টের তালিকায় যুক্ত হল এই প্রতিযোগিতাটিও।

আয়োজকরা জানায়,‘ অনেক দৌঁড়বিদই কঠিন পরিস্থিতি মোকাবেলা করছেন। বিশেষ করে যারা বিদেশ থেকে আসবেন। কিছুটা সুন্দর ভাবে ‘সেনিডার ইলেক্ট্রিক ম্যারাথন ডি প্যারিস ইন ২০২১’ আয়োজনের জন্য তারিখ পরিবর্তন করে ১৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছিল, যাতে খ্যাতিমান সব অ্যাথলেট যোগ দিতে পারেন।’

এর আগেএ বছরের নিউইয়র্ক, বোস্টন, শিকাগো এবং বার্লিন ম্যারাথন বাতিল করেছে। আর লন্ডন ঘোষনা করেছে যে তারা কেবল অভিজাত অ্যাথলেটদের নিয়েই এই প্রতিযোগিতা আয়োজন করবে। কারণ ৪৫ হাজার দৌড়বিদ নিয়ে এর আয়োজন নিরাপদ হবেনা।

প্রথমবারের মত দুই ঘন্টার বাঁধা টপকে যাওয়া কেনিয়ার এলিউড কিপচোগ এবং ইথিওপিয়ার কেনেনিসা বেকেলের মধ্যে প্রতিযোগিতা লন্ডনের রুদ্ধদ্বার বায়ো সুরক্ষিত কোর্সে অনুষ্ঠিত হবে।

সূত্র : বাসস

Check Also

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়ালেন শান্ত-মুশফিকরা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। হোম অব ক্রিকেটের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *