Home / খেলা-ধুলা / দেশের সবধরনের ক্রিকেট অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা

দেশের সবধরনের ক্রিকেট অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

সার্বিক পরিস্থিতি বিবেচনায় অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে সবধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করেছে বিসিবি। জানা গেছে, এক রাউন্ড খেলার পর স্থগিত হওয়া ঢাকা প্রিমিয়ার লীগ আগামী ১৫ই এপ্রিলের আগে মাঠে গড়ানোর সম্ভাবনা নেই। এর আগে দ্বিতীয় রাউন্ড স্থগিত করেছিল বিসিবি।

আজ (বৃহস্পতিবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আপনারা সবাই জানেন, করোনা ভাইরাসের কারণে সারা পৃথিবীতেই যা হচ্ছে…বাংলাদেশেও এটা নিয়ে কাজ করা হচ্ছে। যে কারণে সব জায়গায় খেলাধুলা বন্ধ। আমাদের এখানেও বন্ধ হয়ে গিয়েছে। বিশেষ করে প্রিমিয়ার লীগ প্রথম রাউন্ডের পরই আমরা বন্ধ করে দিয়েছিলাম। তখন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে, দুইটা দিন অপেক্ষা করি, অবস্থা-পরিস্থিতিটা পর্যবেক্ষণ করে তারপর সিদ্ধান্ত নেই।  (দ্বিতীয় রাউন্ড স্থগিত করা) সেটা একটা তাৎক্ষণিক সিদ্ধান্ত ছিল। এখন আমরা সবদিক বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছি।’
করোনা আতঙ্কের মধ্যে ক্রিকেটাররাও খেলতে ইচ্ছুক নন।

Check Also

ছেলের স্বপ্ন পূরণে পেশাদার ফুটবলে ফিরছেন রোমারিও

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোমারিও অবসর নিয়েছিলেন ১৬ বছর আগে, ২০০৮ সালে। এরপরও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *