ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: শেয়ার দর সর্বোচ্চ ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে সার্কিট ব্রেকার স্পর্শ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। কোম্পানি দুটি হচ্ছে- ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড ও অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
তথ্যমতে, ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের শেয়ার দর ১০ শতাংশ বা ৩.১ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৩৪.১০ টাকায় লেনদেন হয়। সারাদিনে কোম্পানিটির ২৬ লাখ ৮৩ হাজার ৮৫৮টি শেয়ার ২ হাজার ২০৬ বার হাতবদল হয়। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৮ কোটি ৯৬ লাখ ৯০ হাজার টাকা।
এছাড়া, অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর ১০ শতাংশ বা ১.১ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১২.১০ টাকায় লেনদেন হয়। সারাদিনে কোম্পানিটির ৫ লাখ ৩৮ হাজার ৪৮টি শেয়ার ২২০ বার হাতবদল হয়। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৬৪ লাখ ৭০ হাজার টাকা। সূত্র: ডিএসই
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ