ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় বিক্রেতা সংকটে পড়েছে ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেড। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে এ কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ বেলা ১২টা পর্যন্ত ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেডের শেয়ার দর ১৪৭.৪ টাকা বা ৫ শতাংশ বেড়েছে সর্বশেষ ৩ হাজার ৯৬ টাকা লেনদেন হয়। এসময়ে কোম্পানিটি ৩১৫ বার হাত বদল হয়ে ৫ হাজার ২০৪টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১ কোটি ৬১ লাখ ১০ হাজার টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম