ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করে আজ প্রথম দিন পুঁজিবাজারে লেনদেন শুরু করেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড। আজ লেনদেনের প্রথম দিনেও প্রথম ১ ঘন্টার মধ্যে বিক্রেতা সংকটে পড়েছে কোম্পানিটি। বিক্রেতা না থাকায় কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এনার্জিপ্যাক আজ সোমবার দুই স্টক এক্সচেঞ্জে ’এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটির লেনদেন শুরু হয় ৪৬ টাকা ৫০ পয়সা দরে।
আজ বেলা ১১টা ৩৩ মিনিট পর্যন্ত কোম্পানিটির স্ক্রিনে ৩ কোটি ৬৬ লাখ ৯৬ হাজার ৮২৪টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
এই সময়ে কোম্পানির মাত্র ৪ বারে ৬০৫টি শেয়ার লেনদেন হয়। যার আর্থিক মূল্য ২৮ হাজার টাকা।
প্রসঙ্গত, সার্কিট ব্রেকারের নতুন নিয়ম অনুসারে লেনদেনের প্রথম দিন থেকেই সার্কিট ব্রেকার চালু রয়েছে রবির শেয়ারে। তাই লেনদেন শুরুর প্রথম দিনে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের দাম আইপিওর অফার মূল্যের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারবে। একইভাবে ৫০ শতাংশ পর্যন্ত কমতে পারবে; এর বেশি নয়।
এদিকে বিএসইসির নির্দেশনা অনুযায়ী, লেনদেনের প্রথম ৩০ দিন কোম্পানিটির শেয়ার কিনতে মার্জিন ঋণ না দিতে স্টক ব্রোকার্স ও মার্চেন্ট ব্যাংকার্সদের নিষেধাজ্ঞা জানানো হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম