ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের ব্যাংক এ্যাকাউন্টে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে পাঠিয়েছে। কোম্পানি দুটি হচ্ছে- খুলনা পাওয়ার লিমিটেড ও দি পেনিনসুলা চিটাগাং লিমিটেড। ডিসএই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, খুলনা পাওয়ার লিমিটেড ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ব্যাংক এ্যাকাউন্টে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে গত ১০ জানুয়ারী পাঠিয়ে দিয়েছে। কোম্পানিটি আরও জানায় যে সকল শেয়ারহোল্ডারদের বিইএফটিএন সিস্টেমস নেই তাদের কে নিবন্ধিত ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডিভিডেন্ড পাঠিয়েছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ৩৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
এছাড়া, পেনিনসুলা চিটাগাং লিমিটেড ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ব্যাংক এ্যাকাউন্টে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম