Home / কোম্পানি সংবাদ / আগামী মাসে চালু হচ্ছে এম.এল ডাইংয়ের নতুন ইউনিট

আগামী মাসে চালু হচ্ছে এম.এল ডাইংয়ের নতুন ইউনিট

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আগামী মে মাস থেকে চালু হতে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এম.এল ডাইং লিমিটেডের নতুন স্পিনিং ইউনিট। ইউনিটটি চালু হচ্ছে গাজীপুরের ভবানীপুরে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

তথ্যমতে, ভবানীপুরের মোহনায় স্পিনিং ইউনিটের জন্য জমি কিনেছে এম.এল ডাইং লিমিটেড। এ প্রসঙ্গে কোম্পানির সচিব একেএম আতিকুর রহমান ডেইলি শেয়ারবাজার ডটকমকে বলেন, নতুন কারখানায় মেশিন্যারিজ স্থাপনের কাজ চলছে। আমরা আগামী মাস থেকে উৎপাদনে যেতে পারবো বলে আশাবাদী। স্পিনিং ইউনিটের আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৬২ কোটি ৫৮ লাখ টাকা। যার মধ্যে আইপিও ফান্ড থেকে ১৩ কোটি ৪ লাখ এবং অবশিষ্ট টাকা কোম্পানির নিজস্ব উৎস থেকে সরবরাহ করা হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

Check Also

ফের সাবস্ক্রিপশন শুরু লংকাবাংলা ইটিএফের

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুনরায় চালু হয়েছে দেশের প্রথম এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) এলবি মাল্টি অ্যাসেট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *